বিশ্বকাপে স্পেনের স্বপ্ন ভেঙে দেওয়া ইয়াসিন বোনো খেলে গিয়েছেন ভারতেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কার্লোস সোলের এবং সের্জিও বুস্কেটসের পেনাল্টি বাঁচিয়েছেন, আর নিজের দল মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছেন গোলকিপার ইয়াসিন বোনো।
বোনোর জন্ম হয় কানাডার মন্ট্রিয়েলে। ৮ বছর বয়সে তিনি মরক্কোয় চলে আসেন তার মা বাবার সাথে। প্রথমে তিনি যোগদান করেন ওয়াইদাদ ক্লাবে, সেখানে তিনি খেলেন ১৯ বছর বয়স পর্যন্ত। ২১ বছর বয়সে যোগদান করেন কাসাব্লানকা ক্লাবে, সেখানে খেলেন ১১ টা ম্যাচ। এরপর ডাক পেয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিমে। কিন্তু যায়গা হইনি প্রথম দলে।
২০১৪ সালে জারাগোজার হয়ে সই করেন। জারাগোজা থেকে তার স্থান হয় স্পেনের আরও এক ক্লাব গিরোনায়। যেখানে তিনি ২০১৯ সাল পর্যন্ত খেলেন। ২০২০ সালে সেভিয়ায় যোগদান করেন লোনে। এই তিনটি ক্লাব মিলিয়ে ১২০টি ম্যাচ খেলেছেন তিনি।
এই বোনো ভারতে আসেন ২০১৮ সালে, একটি প্রস্তুতি প্রতিযোগিতায় অংশগ্রণ করতে স্পেনের ক্লাব গিরোনার হয়ে। কোচিতে এই প্রতিযোগিতা হয়। বাকি দুটি দল ছিল কেরালা ব্লাস্টার্স এবং মেলবোর্ন সিটি এফসি। মেলবোর্ন সিটি এফসিকে ৮-০ গোলে হারায় গিরোনা, ঐ ম্যাচে একটি সেভও করেন যেটির জন্য বেশ প্রশংসিতও হন।
অবশ্য কেরালার বিরুদ্ধে ম্যাচটা খেলেননি তিনি, যেটা ৫-০ গোলে জেতেন বোনোরা। আর ঐ প্রতিযোগিতাটাও জেতে গিরোনা এফসি।
এখন বোনো তার দেশ মরক্কোকে বিশ্বকাপের সেমি ফাইনালে নিয়ে জেতে পারেন কিনা সেটায় এখন দেখার বিষয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।