XtraTime Xclusive : ক্রোয়েশিয়া না গেলেও এএফসি কাপে সন্দেশকে নেবে না ক্ষুব্ধ এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এএফসি কাপের মূলপর্বের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু এর মাঝে বেশ খারাপ খবর পেয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। দলের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান পাড়ি দিতে চলেছেন ক্রোয়েশিয়ায়। কিন্তু এই জল্পনায় এবার এল নয়া মোড়।
এখনও পর্যন্ত সন্দেশের কাছে চুক্তিপত্র পাঠায়নি ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিক। এদিকে করোনার সময়ে ভিসার সমস্যাও রয়েছে। ফলে এখনও অবধি এটিকে মোহনবাগানের থেকে রিলিজ নিতে পারেননি সন্দেশ। আর এই নিয়ে বেশ ক্ষুব্ধ এটিকে মোহনবাগান। সন্দেশের পেশাদারিত্ব নিয়ে অত্যন্ত রুষ্ট টিম ম্যানেজমেন্ট।
দলের তরফ থেকে খবর, রিলিজ না নেওয়ায় এখনও এটিকে মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ সন্দেশ। ফলে কেন তিনি এএফসি কাপের প্রস্তুতির জন্য কলকাতার শিবিরে যোগ দেননি। এ নিয়ে ভুরু কুঁচকেছেন স্বয়ং আন্তোনিও হাবাস। আর এর ফলে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে এটিকে মোহনবাগান।
জানা গিয়েছে, যদি কোনও কারণে ক্রোয়েশিয়া না যেতে পারেন সন্দেশ, তা সত্ত্বেও আসন্ন এএফসি কাপের জন্য এটিকে মোহনবাগানের মালদ্বীপগামী বিমানে থাকবেন না সন্দেশ। হাবাসের স্পষ্ট বার্তা, প্রস্তুতি শিবিরে না থাকা কোনও ফুটবলারকে তিনি এএফসি কাপে নেবেন না।
সন্দেশের মত এমন বড় মাপের খেলোয়াড়কে এমন মহাদেশীয় টুর্নামেন্টে দূরে সরিয়ে রাখাটা বেশ ঝুঁকিপূর্ণ হবে এটিকে মোহনবাগানের জন্য। কিন্তু নয়া সাইনিং দীপক টাংরি অনুশীলনে বেশ নজর কেড়েছেন। এবং আশা রাখছেন, ডিফেন্সে সন্দেশের জায়গাটি নিতে পারবেন দীপক টাংরি।