উৎসবের মাঝেই এবার শহর জুড়ে ফুটসলের উত্তাপ! সঙ্গে রয়েছে এক্সট্রা টাইম বাংলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো, আর সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কেমন হয় যদি এই দুটি ফ্যাক্টরের সংমিশ্রণ করানো যায়। আর ঠিক সেটিই হতে চলেছে। কলকাতায় দুর্গাপুজোকে মাথার রেখে দুর্দান্ত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে অ্যাকোলেড সংস্থা। যার নাম শারদীয়া ফুটসল ব্যাশ।
তবে ফুটবল ঠিক নয়, ফুটসল খেলা হবে, যা ফুটবলেরই এক অনন্য রুপ। কলকাতার সেরা সেরা পুজো কমিটিগুলি টিম তৈরি করে এই ফুটসল টুর্নামেন্টে অংশ নেবে। আর এই টুর্নামেন্টের গর্বিত সম্প্রচারকারী সংস্থা এক্সট্রা টাইম বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলে এই টুর্নামেন্টের সমস্ত খেলা লাইভ দেখানো হবে। আগামী ১-৩ অক্টোবর এই টুর্নামেন্ট আয়োজিত হবে, যেখানে ৩ তারিখে সেমিফাইনাল ও ফাইনাল হবে।
ফাইভ এ সাইড মাঠে বিকেল চারটে থেকে রাত দশটা অবধি চলবে এই খেলা। মোট ২৪টি টিম অংশগ্রহ্ণ করবে এই টুর্নামেন্টে।। শবিবার এই টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলন আয়োজিত হল কলকাতার প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল গৌতম সরকার, গ্রেমাইন্ড কমিউনিকেশনের ডিরেক্টর অনিলাভ চ্যাটার্জি সহ অ্যাকোলেড সংস্থার আধিকারিকরা।