রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াল : জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সৌদি আরবের রিয়াধে সুপারকোপা ডে এস্পানার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ ফলে হারায় এফসি বার্সিলোনা। আর এই জয়ের ফলে বার্সিলোনার কোচ হওয়ার পর প্রথম খেতাব জিতলেন জাভি।
জয়ের পর উচ্ছ্বসিত জাভি বলেছেন, "যেভাবে আমরা খেলেছি, তাতে আমি খুবই নিশ্চিন্ত। এর থেকে পরিষ্কার যে জয় আমাদের শক্তি বাড়ায়, এছাড়া আমরা আত্মবিশ্বাস পাব না। আমরা বল হারাইনি এবং মিডফিল্ডাররা নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছে। আমরা ভালো খেলেছি, তবে আমি খুশি খেলোয়াড়দের জন্য, কারণ তারা অন্যায্য সমালোচনা হজম করেছে এবং একাধিক খেলোয়াড় নিজেদের মুক্ত করেছে।"
"এটি মাদ্রিদের বিরুদ্ধে খেতাব জয় এবং আমরা অত্যন্ত গর্বিত। লিও (লিওনেল মেসি) এর বিদায় হজম করা কঠিন ছিল। কিন্তু আমরা একটি দল তৈরি করছি।"
এদিকে জাভি জানিয়েছেন, রিয়ালের বিরুদ্ধে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে জেতার ধারা বজায় রাখার জন্য।
এই নিয়ে জাভি বলেছেন, "আমি খুশি। মনের শান্তি মিলেছে। আমায় নিজের কাজ চালিয়ে যেতে হবে। যদি আমরা মাদ্রিদের বিরুদ্ধে এমনটা করতে পারি, তাহলে আমরা বাকিদের বিরুদ্ধেও এমনটা করতে পারব। এর ফলে মনে শান্তি পেয়েছি। এটি আমার কাছে সারাজীবন থেকে যাবে। আশা করছি এটিই আমার শেষ নয়।"