কাতার বিশ্বকাপকে 'সব থেকে বাজে' বলে ক্ষোভ প্রকাশ রোনাল্ডোর বোনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপকে সর্বকালের সব থেকে বাজে বিশ্বকাপের আখ্যা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোন কেটিয়া আভেইরো। এছাড়া বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা এবং কিলিয়ান এমবাপ্পেকে সহমর্মিতা জানালেও মেসির নাম নেননি কেটিয়া।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কেটিয়া লিখেছেন, "সর্বকালের সব থেকে বাজে বিশ্বকাপ এটি, যেটি সৌভাগ্যবশত দুর্দান্ত একটি ফাইনাল দিয়েছে। অসাধারণ একটি ম্যাচ। আর্জেন্টিনাকে শুভেচ্ছা। কিলিয়ান এমবাপ্পে, এই ছেলেটি অস্বাভাবিক। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।"
চলতি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফর্মেন্স একেবারেই আহামরি ছিল না। প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর সেভাবে নজরে দেখা যায়নি এই মহাতারকাকে। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেও খেলেননি রোনাল্ডো। যার জেরে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল।
এবং দাদার এই খারাপ খেলার জেরে গোটা বিশ্বকাপকেই খারাপের আখ্যা দিলেন বোন কেটিয়া। যদিও বিশ্ব ফুটবলের অধিকাংশ মানুষ এই বিশ্বকাপকে অন্যতম সেরা হওয়ার দাবি করেছেন।