উলভসদের দায়িত্ব নিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ

এক্সট্রা টাইম ওইয়েব ডেস্কঃ রাউল জিমেনেজ, দিয়েগো কোস্তা, রুবেন নেভেসদের উলভারহ্যাম্পটন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলদের বড়াবড়ই কঠিন লড়াইয়ের সামনে ফেলে। তবে এই মরশুমে উলভস দলকে একদমই ছন্দে পাওয়া যায়নি। ১৩ ম্যাচ শেষে লিগ টেবিলের ১৯ তম স্থানে রয়েছে উলভস দল।
এবার উলভসের দায়িত্ব সামলাতে আসছেন স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুই। প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ লোপেতেগুইয়ের ফুটবল প্রশিক্ষণের অভিজ্ঞতা প্রায় ২০ বছরেরও বেশি। শুধু মাদ্রিদ নয় লোপেতেগুই কোচিং করিয়েছেন স্প্যানিশ দল সেভিয়া এবং স্পেনের আন্তর্জাতিক দলকেও।
উলভের সভাপতি জেফ শি জানিয়েছেন, "জুলেন দারুণ কোচ। খেলায় তাঁর সর্বশ্রেষ্ঠ পর্যায় অসাধারণ অভিজ্ঞতা রয়েছে। আমরা তাকে উলভসে আনতে পেরে আনন্দিত।"
৫৬ বছর বয়সী লোপেতেগুই উলভসদের দায়িত্ব নেবেন তাদের আর্সেনালের সাথে প্রিমিয়ার লিগের ম্যাচের পর।