বিশ্বকাপ জিতলে কি আর্জেন্টিনায় থাকবেন স্কালোনি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে আর্জেন্টিনার ওঠার পিছনে যার মস্তিষ্ক এবং কঠিন পরিশ্রম রয়েছে তিনি লিওনেল স্কালোনি। ২০১৮ বিশ্বকাপে ছিলেন সহকারি কোচ সেখান থেকে দলের প্রধান প্রশিক্ষক হয়ে দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকা এবং ফাইনালিসসিমা। এতো কম সময় বিশাল সাফল্যের কারণে এবার প্রশ্ন উঠছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ভবিষ্যতে কি আর্জেন্টিনার দায়িত্ব সামলাবেন স্কালোনি?
প্রসঙ্গত স্কালোনির সাথে আর্জেন্টিনার চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এই বছরের সেপ্টেমবর মাসে আর্জেন্টিনার এএফএ সভাপতি ছিকুই তাপিয়া জানিয়েছিলেন, "আমি খুব গর্বের সাথে জানাচ্ছি যে লিওনেল স্কালোনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসাবে কাজ করবেন।"
তবে বর্তমান সময় অবস্থা কিছুটা জটিল। শোনা যাচ্ছে স্কালোনির চুক্তিপত্র হয়তো নতুন করে আবার তৈরী করা হবে। এর কারন তাঁর কাজ! শেষ কয়েক বছরে আর্জেন্টিনাকে বিশ্বফুটবিওলে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যাওয়া স্কালোনির মূল্য আগের থেকে কয়েক শত গূন বৃদ্ধি পেয়েছে। বিশেষত বেশ কিছু বড় ফুটবল খেলা দেশ এখন খুঁজছেন স্কালোনির মতন একজন দক্ষ কোচ।
তবে স্কালোনি নিজে জানিয়েছেন তিনি আর্জেন্টিনার দায়িত্ব সামলে খুশি। তিনি বলেছেন, "আমি এখানেই কাজ চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনায় কে থাকতে চায় না? দেশের রাষ্ট্রপতির সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমাদের বৈঠকও হয়েছে এই বিষয়। আমাদের বেশ কিছু বিষয়ব কাজ করতে হবে কিন্তু আমি মুখিয়ে রয়েছি এই বিষয়টি নিয়ে।"