কলকাতা লিগে কি খেলবে এসসি ইস্টবেঙ্গল? এল জট খোলার মত এই বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই শ্রী সিমেন্ট বিচ্ছেদের বার্তা দিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবকে এখনও অবধি না দিলেও রাজ্য সরকারকে বিচ্ছেদের বার্তা দিয়েছে লগ্নিকারী সংস্থা। বিনা শর্তে স্পোর্টিং রাইটস দেওয়ার কথাও উঠেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন, আদৌ এসসি ইস্টবেঙ্গল কিংবা ইস্টবেঙ্গল ক্লাব খেলবে কলকাতা লিগ?
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। তবে আদৌ এসসি ইস্টবেঙ্গল খেলতে পারবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ আগস্ট অর্থাৎ আগামীকাল ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু এমন ঘটনার মাঝেই আইএফএ নিল চাঞ্চল্যকর সিদ্ধান্ত।
আইএফএর তরফ থেকে জানানো হয়, ২৪ তারিখের পরিবর্তে ৩১ আগস্টে খেলা হবে এই ম্যাচটি। এরপর ৩ সেপ্টেম্বর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল।
এবং এখানেই উঠছে প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই হঠাত কেন এমন সিদ্ধান্ত নিল আইএফএ? তবে কি জট খোলার পথে। জট খুলতে পারে, এমন সম্ভাবনা দেখেই কি এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ এমন দিনেই পিছিয়ে দিল আইএফএ, যেদিন শ্রী সিমেন্টের তরফ থেকে বিচ্ছেদের বার্তা এবং তার জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া বার্তা এসেছে।