২০২৬ ফিফা বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য আর্জেন্টিনাকে তাদের কাঙ্খিত তৃতীয় বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের শিরোনামে এখন শুধু তারই নাম। বিশ্বজয় করে দেশে ফিরে গিয়ে এই জয় উপভোগ করছেন লাখো আর্জেন্টাইনের সাথে। তবে এর মধ্যেই শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ফুটবলে মেসির ভবিষ্যত নিয়ে তুমুল জল্পনা।
বিশ্বকাপ চলা কালিন মেসি বলেছিলেন বিশ্বকাপ ফাইনালই হল তার আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ। যদিও বিশ্বকাপ জেতার পর মেসি জানিয়েছিলেন তিনটি তারা সহ আর্জেনড়াইন জার্সি গায়ে তিনি খেল্বেন আরও কিছু ম্যাচ। অনেকেই মনে করছেন পরবর্তী কোপা আমেরিকা খেলে অবসর নেবেন মেসি।
সম্প্রতি এই জল্পনায় নতুন মশালা ঢেলেছেন প্রাক্তন কিংবদন্তী আর্জেন্টিনার ফুটবলার জর্জ ভালদানো। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোল করা ভালদানো, মেসির সাথে তার ব্যক্তিগত কথোপকথন বিশ্বকাপ ফাইনালের পর ফাঁস করেছেন।
ভালদানো জানিয়েছেন, "শেষবার অফ ক্যামেরা লিও মেসির যখন সাক্ষাৎকার নিয়েছিলাম , তিনি জানিয়েছিলেন 'আমি যদি এই বছর বিশ্বকাপ জিতি, আমি আর্জেন্টিনার জার্সি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত পরব'।"
এর সাথে ভালদানো যোগ করেছেন, "আমরা দেখবো যে মেসি তখন পারবে কি না। ফুটবল ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে যে একজন খেলোয়াড়ের পক্ষে ষষ্ঠ বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব।"