আদৌ কি এটিকে মোহনবাগান ছাড়ছেন প্রবীর-সুসাই-জনি? বড় বার্তা দিলেন জুয়ান ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচে ফর্মের তুঙ্গে এটিকে মোহনবাগান। এবার সামনে শক্তিশালী হায়দ্রাবাদ এফসি, যারা আপাতত কেবল একটি ম্যাচেই পরাজয় স্বীকার করেছে। এই পরিস্থিতিতে হায়দ্রাবাদকে হারালেও লিগ শীর্ষে উঠে যাবে এটিকে মোহনবাগান।
তবে এটিকে মোহনবাগানে বেশ কিছু ফুটবলারের বিদায়ের জল্পনা শোনা যাচ্ছে। মাইকেল সুসাইরাজ ও প্রবীর দাস সেভাবে গেমটাইম পাচ্ছেন না, এদিকে ইউরো খেলা মিডফিল্ডার ফিনল্যান্ডের তারকা জনি কাউকো সেভাবে মানিয়ে নিতে পারছেন না। এই পরিস্থিতিতে কি ভাবছেন জুয়ান ফেরান্ডো? এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নিজের কথা বললেন স্প্যানিশ কোচ।
দুই মরশুম আগে প্রবীর ও সুসাইরাজ উইংব্যাক হিসেবে দারুণ অবদান রেখেছিলেন। এবার কি এনাদের পুনরায় ব্যবহার করার কথা ভাবছেন? এই নিয়ে সবুজ-মেরুণ কোচ বলেছেন, "হ্যাঁ অবশ্যই। তবে পারফর্মেন্সই শেষ কথা। কখনও চোট, কখনও তা থেকে সেরে ওঠা - এই সব কিছু লেগেই থাকবে। আমার কাছে গুরুত্বপূর্ণ হল ১০০ শতাংশ পারফর্মেন্স এবং প্রতিটা খেলোয়াড়রই আমার নজরে রয়েছেন।"
জুয়ান ফেরান্ডো দায়িত্ব নেওয়ার পর থেকে এটিকে মোহনবাগানের প্রথম একাদশে জায়গা পাননি কাউকো। তবে কি দলের সাথে ও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছেন না তিনি? এই নিয়ে ফেরান্ডোর বার্তা, "ও একজন অসামান্য পেশাদার, আমার এই ধরণের খেলোয়াড়দেরই ভালো লাগে। হয়ত ও প্রথম একাদশে জায়গা পাচ্ছে না, কিন্তু মাঠে নামলেই ও ওর সেরাটা দিচ্ছে, দলকে সাহায্য করার পুরো চেষ্টা চালাচ্ছে। ও একজন দারুণ পেশাদার। ম্যাচের পর কাউকো সবার আগে মাঠে পৌঁছে সব থেকে বেশি পরিশ্রম করে, উইলি (ডেভিড উইলিয়ামস) ও তাই করে। সব থেকে গুরুত্বপূর্ণ হল, দলের যখন দরকার পড়বে, তখন ওরা উপস্থিত থাকতে পারবে এবং অবদান রাখতে পারবে।"