বেঙ্গালুরু-এটিকে মোহনবাগান ম্যাচ অনিশ্চিত! বন্ধ হতে পারে আইএসএল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলে যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তাতে কিন্তু এই টুর্নামেন্ট স্থগিত বা বাতিল হওয়ার সম্ভাবনা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি এটিকে মোহনবাগানের একাধিক ফুটবলার ও সাপোর্ট স্টাফের করোনায় সংক্রমিত হওয়ায় টুর্নামেন্টের জৈব বলয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার তাতে এল আরও বড় প্রশ্নচিহ্ন।
চার ফুটবলারকে বাদ দিয়ে বৃহস্পতিবার সকালে অনুশীলনে নামার কথা ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু যা খবর, আয়োজকদের তরফ থেকে এটিকে মোহনবাগানের অনুশীলন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে বেঙ্গালুরু এফসির বেশ কিছু খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের করোনা সংক্রমণের খবর মিলেছে। যার ফলে তাদেরও অনুশীলন স্থগিত করার নির্দেশ দেয় আয়োজকরা।
এর ফলে আগামী ১৫ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ সম্পূর্ণরুপে অনিশ্চিত হয়ে গেল, তা বলাই যায়। এদিকে শোনা যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের অনুশীলনও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের তরফ থেকে।
ফলে আইএসএল হওয়া নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন এসেই যাচ্ছে। এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ছাড়াও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসির শিবিরেও করোনার সংক্রমণ মিলেছে। ফলে আইলিগের মতই আইএসএল স্থগিত হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে।