আর্জেন্টিনার বিরুদ্ধে কি নামবেন করিম বেঞ্জিমা? জানুন আসল ঘটনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: পর পর দুটি ফুটবল বিশ্বকাপ ফাইনালে যোগ্যতা অর্জন করেছে দিদিয়ের দেশঁর ফ্রান্স। কোচ দিদিয়ের তাঁর নিজের খেলোয়াড় জীবনে অধিনায়ক হিসাবে জিতেছেন ফিফা বিশ্বকাপ। কোচ হয়েও দেশকে এনে দিয়েছেন ফুটবলের সেরার সেরা শিরোপা। বর্তমানে ফ্রান্সের তৃতীয় ফুটবল বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় আসার পর ফ্রেঞ্চ শিবিরে তৈরী হয়েছে নতুন জল্পনা।
প্রসঙ্গত এবারের বিশ্বকাপে ফ্রান্স দলে সুযোগ পেয়েছিলেন সদ্য ব্যালন ডি'ওর বিজয়ী করিম বেঞ্জিমা। কিন্তু দুর্ভাগ্যবসত রিয়াল মাদ্রিদ তারকা স্ট্রাইকার বিশ্বকাপ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে কোনো খেলোয়াড় চোট পেলে তাঁর পরিবর্ত নিতে পারবে সেই দেশ। কিন্তু কোচ দিদিয়ের দেশঁ, করিমের বদলি হিসাবে নেন নি কোনো খেলোয়াড়কেই।
একজন কম নিয়েই করিমের স্থানে অলিভার জিরুকে খেলিয়ে দিদিয়ের তাঁর দেশকে নিয়ে গেছেন ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে। জিরু তাঁর ফ্রেঞ্চ সতীর্থ এম্বাপের সাথে জুটি বেধে দলের আক্রমণ ভাগ সামলেছেন দক্ষতার সাথে। ইতিমধ্যে টুর্নামেন্টে করেছেন ৪টি গোল।
তবে যেহেতু করিম ছিটকে যাওয়ার পরেও তাঁকে দল থেকে বাদ দেননি দেঁশ। ফলে ফিফার নিয়মে বেঞ্জিমা যদি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন তাহলে তিনি সুযোগ পাবেন বিশ্বকাপ ফাইনাল খেলার। সম্প্রতি রিয়াল মাদ্রিদ অনুশীলন মাঠে পুরোদমে প্রস্তুতি সারতে দেখা গেছে করিমকে। এরপরেই ফুটবল মহলে কৌতুহলের ঝড় উঠেছে! তাহলে কি বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছেন বেঞ্জিমা? না কি দলের সমন্বয় ভাঙবেন না কোচ দেঁশ?
ফ্রান্সের প্রশিক্ষণের দায়িত্ব নেওয়ার পর দেশঁ তাঁর দেশকে জিতিয়েছেন ২০১৮ ফিফা বিশ্বকাপ, ২০২০ উয়েফা নেশন লিগ এছাড়াও হয়েছেন ২০১৬ ইউরো কাপ রানার্স আপ। অভিজ্ঞতায় পরিপূর্ণ দেশঁ, বিশ্বকাপ ফাইনালে বেঞ্জিমাকে দলের তুরুপের তাস বানাতে চলেছেন? নাকি প্রতিপক্ষ আর্জেন্টিনাকে দোনোমোনয় রেখে স্নায়ুর খেলা খেলছেন? যদি বেঞ্জিমা বিশ্বকাপ ফাইনালে নাও খেলেন তাতেও তিনি পাবেন পদক। পদক নিতেও কি আসবেন করিম? জানা যাবে ১৮ তারিখেই!