আদৌ কি কলকাতা লিগে খেলবে এটিকে মোহনবাগান? বড় সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এএফসি কাপ সাউথ জোনে শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে উঠেছে এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি চলতি কলকাতা লিগে কি খেলবে সবুজ-মেরুণ ব্রিগেড?
আগামী ২২ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টার জোনাল নকআউট পর্বে খেলবে এটিকে মোহনবাগান। আর তার আগে সমস্ত খেলোয়াড়দের ছুটি দিয়েছেন কোচ আন্তোনিও হাবাস। আর এর জেরে মালদ্বীপ থেকে বিদেশী খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা যে যার দেশে ফিরে যাবেন, দেশে ফিরে আসবেন ভারতীয় সাপোর্ট স্টাফ ও ফুটবলাররা।
এদিকে এএফসি কাপে সুযোগ না পাওয়া বিদেশী জনি কাউকো অনেক আগেই দেশে ফিরে গিয়েছিলেন। এবার টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যা খবর, তাতে বাকি ফুটবলারদেরও নিজেদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। আর এর ফলে স্পষ্ট, এটিকে মোহনবাগান খেলবে না কলকাতা ফুটবল লিগে।
জানা গিয়েছে, কলকাতা লিগে বায়ো বাবল না থাকার ভয়ে হাবাস চাইছেন না, বিদেশীরা খেলুন। এছাড়া আসন্ন এএফসি কাপের আগে চোট-আঘাতের সমস্যা চান না দলে। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৭-৮ সেপ্টেম্বর নাগাদ কলকাতায় আবারও প্রস্তুতি পর্ব শুরু করতে পারে এটিকে মোহনবাগান। অর্থাৎ এরকম সময়ই আবারও একত্রিত হবে হাবাস-রয় কৃষ্ণারা। ফোকাস আপাতত এএফসি কাপ ও আইএসএলেই। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ডুরান্ড কাপে অংশ নেবে না এটিকে মোহনবাগান, এবার কলকাতা লিগেও এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।