করোনার মেঘ কাটিয়ে একেবারে ডার্বিতেই মাঠে নামবে এটিকে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইএসএলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার অনুষ্ঠিত হতে চলা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত করা হয়েছে। এবার যা সম্ভাবনা, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আগামী ২০ জানুয়ারি ম্যাচও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একেবারে ২৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে ফিরতে পারে এটিকে মোহনবাগান।
জানা গিয়েছে, এটিকে মোহনবাগানের মত কেরালা ব্লাস্টার্সের একাধিক সদস্যের করোনা সংক্রমণের খবর এসেছে। টিম হোটেলে বেশ কিছু সদস্য পজিটিভ এসেছেন।
তবে স্বস্তির বিষয় হল, এটিকে মোহনবাগানের করোনা আক্রান্ত খেলোয়াড়রা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রয় কৃষ্ণা, শুভাশিস বসু সহ একাধিক ফুটবলার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছেন। আর এর জেরে কিছুদিনের মধ্যেই অনুশীলনে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড।
তবে আগামী ২-১ দিনে বিষয়টি পরিষ্কার হবে, তা বলাই যায়। যদি কেরালা ব্লাস্টার্স ম্যাচে না নামা হয়, সেক্ষেত্রে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে পারে এটিকে মোহনবাগান।