তিরিকে আনতে কেন দেরি করছে এটিকে মোহনবাগান?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই মরশুম খেলেছেন এটিকে মোহনবাগানে, আর তাতে সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন তিরি। চলতি মরশুমে এসিএল চোটের কারণে ছিটকে যান এই স্প্যানিশ ডিফেন্ডার। তবুও নিজের সোশ্যাল মিডিয়ায় এটিকে মোহনবাগানের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করতে ভোলেননি তিরি।
তবে সেই তিরিকে এবার কি ফিরিয়ে নেবে এটিকে মোহনবাগান? সে নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। সম্প্রতি তিরি নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ভারতে আসার ভিসা তৈরি, শুধু দলের তরফ থেকে টিকিটের অপেক্ষায় রয়েছেন।
কিন্তু তিরিকে টিকিট দিতে দেরি কেন করছে এটিকে মোহনবাগান? যা খবর, তাতে তিরিকে আনার প্রতি আগ্রহ নেই এটিকে মোহনবাগানের। দলে ইতিমধ্যেই দুই ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল ও স্লাভকো ডামজানোভিচ রয়েছেন। এদিকে তিরি আসলেও খেলতে পারবেন না, রিহ্যাব সারবেন। ফলে দল ভারী করতে চাইছেন না সবুজ-মেরুণ টিম ম্যানেজমেন্ট।
তবে এখনও অবধি দলের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন তিরি, যা আগামী জুলাই মাসে শেষ হতে চলেছে। ফলে চোট থেকে সেরে ওঠা তিরিকে আদৌ রাখতে চাইবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।