চুক্তি সই না করলেও টিম তৈরিতে বাধা কোথায় শ্রী সিমেন্টের? ফুটবল সমাজে এল বড় প্রশ্ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই যখন সকল ক্লাব দলগঠনের কাজে নেমে পড়েছে, তখন ইস্টবেঙ্গল ক্লাবে চলছে জোর কাজিয়া। ফাইনাল এগ্রিমেন্ট সইয়ের বিষয়ে ক্লাবকর্তা ও ইনভেস্টর পক্ষ দুই মেরুতে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠছে, ফাইনাল এগ্রিমেন্ট সই না হওয়া সত্ত্বেও কেন দলগঠন করছে না শ্রী সিমেন্ট?
ফুটবল সমাজে এই প্রশ্নটি উঠছে, গত মরশুমে স্রেফ টার্মশিট সই করার পরেই দলগঠন করে আইএসএল খেলতে সক্ষম হয়েছিল শ্রী সিমেন্ট, তখন এই বছর তার অন্যথা করছে কেন? তবে কি ক্লাবের উন্নতির থেকেও অন্য কোনও পরিকল্পনা রয়েছে শ্রী সিমেন্টের? জল্পনা বাড়ছে।
এদিকে ফুটবল সমাজের একাধিক ব্যক্তিত্বের দাবি, ফেডারেশনের তরফেও এমন কোনও বাধাধরা নেই যে ফাইনাল এগ্রিমেন্ট সই না হলে পরের আইএসএলে টিম নামাতে পারবে না এসসি ইস্টবেঙ্গল? সুতরাং দলগঠনের কাজে এই বিলম্বে দায়ী করা হচ্ছে ইনভেস্টর শ্রী সিমেন্টকে।
যদিও লাল-হলুদ ক্লাবকর্তারা ইনভেস্টরদের সাথে বসতে রাজি হয়েছেন এবং ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে যা সমস্যা তা মিটিয়ে নেওয়ার বিষয়ে আবেদন করেছেন, কিন্তু দলগঠন নিয়ে কোনও মাথাব্যাথাই নেই শ্রী সিমেন্টের, যেখানে ফুটবল রাইটস রয়েছে ইনভেস্টরের হাতেই। সুতরাং এই কাজিয়ায় আবারও ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ অন্ধকারেই রয়েছে।