৩০ নম্বর জার্সি ছেড়ে কেন হঠাৎ ফ্রেঞ্চ কাপে ১০ নম্বর জার্সি পড়লেন লিওনেল মেসি? জানুন এই কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ফরাসি কাপের রাউন্ড অফ ১৬ পর্বে ওজিসি নিসের কাছে পেনাল্টিতে হারে প্যারিস সেইন্ট জার্মেইন। কিন্তু এই অবাক হার সত্ত্বেও, ফুটবলপ্রেমীরা অবাক হয়েছিল যে লিওনেল মেসি হঠাৎ ৩০ নম্বর জার্সি ছেড়ে ১০ নম্বর জার্সি পড়েছিলেন। এই ১০ নম্বর জার্সি পড়ে দীর্ঘ অনেক বছর বার্সিলোনা ও আর্জেন্টিনায় দাপিয়ে খেলেছেন মেসি।
কিন্তু হঠাৎ করে কেন ১০ নম্বর জার্সি পড়লেন মেসি, যা সাধারণত পড়ে থাকেন নেইমার। আসলে এটি ফ্রেঞ্চ কাপের একটি নিয়মের জন্য এই জার্সি পড়তে হয়েছে মেসিকে। নিয়ম অনুযায়ী, ২ থেকে ৪ অবধি জার্সি নম্বর থাকবে ডিফেন্ডারদের জন্য। ৬ থেকে ৮ নম্বর জার্সি থাকবে সেন্ট্রাল মিডফিল্ডারদের জন্য। ৭ ও ১১ নম্বর জার্সি রয়েছে উইঙ্গারদের জন্য, আর ১০ নম্বর জার্সি হবে অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য। শেষে জার্সি নম্বর ৯ হবে স্ট্রাইকারের।
কুপ ডে ফ্রান্সের নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের সকল খেলোয়াড়কে ১-১১ নম্বর জার্সি পড়তে হবে। আর সেই কারণেই লিওনেল মেসিকে ১০ নম্বর জার্সি পড়তে হয়েছে।