মিলান ডার্বিতে ইন্টারের জার্সিতে নেই স্পন্সরের নাম! জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-০ গোলে পরাজিত করে ইন্টার মিলান। এডিন জেকো এবং হেনরিখ মখিতারিয়ানের গোলে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে যায় ইন্টার। তবে এদিন ম্যাচ জয়ের পাশাপাশি আরও এক কারণে ফুটবল মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে ইন্টার মিলান ক্লাব।
প্রসঙ্গত, স্পন্সরের নাম ছাড়াই জার্সি পরে খেলতে নামেন ইন্টার মিলানের ফুটবলাররা। আর এই কারণেই ফুটবল ভক্তদের মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে ইন্টার মিলান।
খবর অনুযায়ী, ইন্টারের জার্সি স্পন্সর ডিজিটালবিটস এই মরশুমে ইতালির এই ক্লাবকে কোনো স্পন্সরশিপের টাকা দেয়নি। ২০২১ সালে ডিজিটালবিটসের সাথে ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তি হয়। কিন্তু স্পন্সরের তরফে প্রাপ্ত টাকা না পাওয়ার কারণেই জার্সিতে ডিজিটালবিটসের নাম ছাড়াই খেলতে নামে ইন্টার।
স্পন্সরের নাম-লোগো হীন জার্সি পরে খেলতে নামা ইতালির ক্লাবগুলির জন্য নতুন ঘটনা নয়। সম্প্রতি ইতালির আরও এক বড় ক্লাব এএস রোমাও জার্সিতে ডিজিটালবিটসের লোগ ছাড়া খেলতে নামে।