বিশ্বকাপ তুলে দেওয়ার আগে মেসিকে কি পরিয়ে দেন কাতারের এমির? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। আর এই জয়ের ফলে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। আর এই জয়ে সব থেকে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
ফাইনালে জোড়া গোল, বিশ্বকাপে ছয়টি গোল, বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া - এই বিশ্বকাপ লিওনেল মেসির নামেই লেখা। এবং লিও মেসির হাতে বিশ্বকাপের সেই অমূল্য ট্রফিটি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের এমির তামিম বিন হামাদ।
কিন্তু খেতাব দেওয়ার আগে, মেসির গায়ে একটি বিশেষ কাপড় পরিয়ে দেন কাতারের এমির। কালো রঙের সেই কাপড়টিতে সোনালী রঙের ছোঁয়া রয়েছে।
আর এর জেরে প্রশ্ন উঠছে, কি বিশেষত্ব রয়েছে সেই কাপড়ের, যা শুধু মেসিকেই পরানো হল? এই কাপড়টির নাম হল 'বেস্ত', আরবীয় বাজারে এটি তৈরি হয়। এটি বিশেষত কাতারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা পড়ে থাকেন।
প্রাচীন সময়ে, আরবীয় যোদ্ধারা যুদ্ধ জয়ের পর এটি পরতেন। এমনকি, রাজপরিবারের সদস্যরাও এটি পরতেন। এবং লিওনেল মেসিকে সম্মান জানাতে এই বেস্ত পরান কাতারের এমির।
পাশাপাশি, রবিবার কাতারের জাতীয় দিবস পালিত হয়েছে। এটি পালন করা হয় শেখ জাসিম মহম্মদ বিন থানির নামে, যিনি এই উপদ্বীপের সকল উপজাতিদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং কাতারের স্থাপনের ভিত তৈরি করেছিলেন। আর সেই কারণে, এই বিশেষ দিনে, মেসিকে এই বেস্ত পরানো হয়েছে।