কেন কালো ড্রেস পরে রিসেপশন পার্টি করলেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল ও তাঁর স্ত্রী?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জমকালো পার্টির আয়োজন ছিল প্রীতম কোটাল আর সোনেলার রিসেপশনে। এমনই এক রিসেপশন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মোহনবাগান অধিনায়ক বলে কথা। প্রীতম আর সোনেলা দুজনকে অসাধারণ লাগছিল। দীর্ঘ ১২ বছরের প্রেমের জীবন বিবাহ বন্ধনে আবদ্ধ হল! বান্ধবী ছিলেন, এখন স্ত্রী!
নবদম্পতি প্রীতম ও সোনেলা কালো রঙের পোশাক পরেছিল। প্রীতমের ছিল কালো রঙের স্যুট আর সোনেলা পরেছিলেন কালো রঙের গাউন। কেন কালো রঙের পোশাক বেছে নিলেন নবদম্পতি? নিকট বন্ধুরাও কালো পোশাক বেছে নিয়েছিলেন। অন্য কোনও কারণ আছে কি?
প্রীতম জানালেন, "রিসেপশনের থিম কালার রাখা হয়েছিল কালো"! জমকালো পার্টিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল কালো রঙের ছোঁয়া। এ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো! ভীষণ ঝকঝকে লাগছিল নবদম্পতিকে। এমনই ভালো থাকুন ওঁরা! শুভকামনা রইল এক্সট্রা টাইম-এর পক্ষ থেকে।