আর্জেন্টিনার বিরুদ্ধে চমৎকার গোল করা সালেম আল-দাউসারিকে চেনেন? চমকে যাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের সম্ভবত সব থেকে বড় অঘটনটি ঘটল। যেখানে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব। আর এই ম্যাচের ৫৩ মিনিটে বামদিক থেকে বাঁক খাওয়ানো শটে গোল করে সকলকে চমকে দেন সালেম আল-দাউসারি।
কিন্তু কে এই সালেম আল-দাউসারি? জেড্ডায় জন্মগ্রহণ করা সালেম প্রথম শিরোনামে আসেন ২০১৫ সালে, তবে খারাপ কারণের জন্য। সেই বছর একটি ম্যাচে তিনি রেফারিকে মাথা দিয়ে গুঁতো মারেন। অনেকটা সেই ২০০৬ বিশ্বকাপের ফাইনালে জিনেদিন জিদানের মতন। সেই অপরাধে সালেমের তৎকালীন ক্লাব আল হিলাল তার এক মাসের বেতন জরিমানা হিসেবে নিয়ে নেয়।
কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের ফুটবলের উপর ফোকাস দেন আল-দাউসারি। ২০১৮ ফিফা বিশ্বকাপের আগে, আর্জেন্টাইন-স্প্যানিশ প্রশিক্ষক জুয়ান আন্তোনিও পিজ্জির নজরে আসেন আল-দাউসারি। সই করেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে। সেই সময়ে খুব একটা গেমটাইম না পেলেও ক্লাবের উন্নতমানের পরিকাঠামো ও প্রশিক্ষণের সুযোগ নিয়ে নিজের ফুটবলকে আরও উন্নত করেন আল-দাউসারি।
সেই বছরটাই আল-দাউসারির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামেন তিনি। এরপর রাশিয়া বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে জয়সূচক গোলটি করেন আল-দাউসারি। বলা বাহুল্য, সেই মিশর দলে ছিলেন মহম্মদ সালাহের মত সুপারস্টার। অথচ সে দিন নায়ক হয়েছিলেন সালেম আল-দাউসারি।
এরপর ফ্রেঞ্চ কোচ হার্ভে রেনার্ড সৌদি আরবের দায়িত্ব নিলে, সালেম আল-দাউসারিকে নিয়ে আলাদাভাবে কাজ করেন তিনি। একজন সাধারণ উইঙ্গার থেকে গোল করার কারিগর হয়ে ওঠেন তিনি। আর তার ফল মিলল আর্জেন্টিনার বিরুদ্ধে গত ম্যাচেই।