কবে থেকে শুরু হবে কলকাতা লিগ? জবাব দিলেন আইএফএ সচিব। বিস্তারিত পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : অবস্থা মোটেও ভাল নয়। করোনা নামক মহামারী চোখ রাঙানোর সঙ্গে এবার সব লন্ডভন্ড করে দিল আমফান নামক সাইক্লোন। তবুও ঘুরে দাঁড়াতে মরিয়া আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এগোতে চায় আইএফএ। তবে কলকাতা লিগ অক্টোবরের আগে যে শুরু করা সম্ভব নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তবে লিগ শুরু করার আগে আইএফএ শিল্ড কিংবা ট্রেডস কাপের মত নকআউট প্রতিযোগিতা আয়োজন করতে চায় বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা।
জুন মাসের গোড়া থেকে পঞ্চম পর্যায়ের লকডাউনের সম্ভাবনা প্রবল। তবু বিধিনিষেধের ক্ষেত্রে অনেক ছাড়পত্র পাওয়া যেতে পারে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। শোনা যাচ্ছে ১ জুন থেকে আইএফএ অফিস খোলা হতে পারে। সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলছিলেন, "বিধিনিষেধ শিথিল করা হলে ১ জুন থেকে আইএফএ অফিস খুলে দেওয়া হবে। তবে যাঁরা আইএফএতে আসবেন, তাঁদের প্রত্যেককে স্যানিটাইজ করা হবে।"
সচিব জয়দীপ অবশ্য আরও একধাপ এগিয়ে ভেবে রেখেছেন। ঠিক করেছেন, আইএফএ অফিস খোলা হলেই শহরের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গড়বেন। সেই কমিটির পরামর্শ অনুযায়ী তাঁরা চলতে চান। এক্সট্রাটাইম'কে টেলিফোনে সচিব বলেন, "এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতেই হবে। তাই ডাক্তারদের নিয়ে একটা কমিটি গড়া হচ্ছে। তাঁরা যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী আমরা চলব। তাছাড়া রাজ্য সরকার ও ক্রীড়া দপ্তরের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখব। তারা যেভাবে বলবে, সেভাবেই আইএফএ চলবে।" অক্টোবরের আগে লিগ শুরু করা যে সম্ভব নয়, সেটাও মনে করেন আইএফএ সচিব।
কিন্তু সেই সময় তো আই লিগ, আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে একই সময় কলকাতা লিগ আয়োজন কী আদৌ সম্ভব? জয়দীপের প্রতিক্রিয়া, "ক্লাবগুলোর সঙ্গে বসেই কথা বলে ক্রীড়াসূচি তৈরি করব। প্রাথমিক কথাবার্তা ইতিমধ্যেই হয়েছে। আশাকরি মাঠ নিয়ে কোনও সমস্যা হবে না। তবে এটুকু বলতে পারি লিগ চালু করার ব্যাপারে আইএফএ সক্রিয় ভূমিকা নেবে।" আর তাই কলকাতা লিগ শুরুর আগে ট্রেডস কাপ বা আইএফএ শিল্ডের মত একটা নকআউট প্রতিযোগিতা আয়োজন করতে চাইছেন সচিব। যাতে লিগ শুরু হওয়ার আগে করোনা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
শেষে যোগ করলেন, "কলকাতা লিগ শুরু করার আগে একটা নকআউট টুর্নামেন্ট আয়োজন করতে চাই। যাতে লিগ শুরুর আগে বড় কোনও সমস্যার সামনে আমরা পড়ব কিনা তা খতিয়ে দেখে নেওয়া যায়।"