পিএসজির হয়ে কবে অভিষেক করবেন লিও মেসি? বড় আপডেট দিলেন কোচ মউরিসিও পচেত্তিনো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ফ্রান্সে ফুটবল মরশুম শুরু হয়ে গিয়েছে। প্যারিস সেইন্ট জার্মেইনও নেমে পড়েছে মাঠে। কিন্তু প্রথম ম্যাচে মাঠে নামেননি নয়া সাইনিং লিওনেল মেসি। প্রাক্তন বার্সা সুপারস্টার গ্যালারি থেকেই দলের খেলা দেখেন। সেই ম্যাচে স্ট্রসবার্গকে ৪-২ ফলে হারায় পিএসজি।
তবে এখনও মেসিভক্তরা অপেক্ষায় রয়েছেন, কবে আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামবেন নয়া দলের হয়ে। এই নিয়ে বড় আপডেট দিলেন পিএসজি কোচ মউরিসিও পচেত্তিনো। আপাতত কোনওরকম তাড়াহুড়ো না করার সিদ্ধান্তই নিয়েছেন আর্জেন্টাইন কোচ। আগামী শুক্রবার ব্রেস্টের বিরুদ্ধে ম্যাচে পিএসজি দলে নেই মেসি ও নেইমার।
এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পচেত্তিনো বলেছেন, "সবকিছুই ইতিবাচক রয়েছে। এখানে খুব ভালো একটি পরিবেশ রয়েছে এবং মেসি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে চলেছে। কোপা ফাইনালের পর মাত্র দুই দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি ফিট হোক আর সবার সঙ্গে মিশে যাক। তারপরেই তার অভিষেক হবে।"
যা সম্ভাবনা, তাতে আগামী ৩০ আগস্ট রেইমসের বিরুদ্ধে অভিষেক করতে পারেন ৩৪ বছরের এই সুপারস্টার। কোপা আমেরিকা ফাইনালের পর এখনও পর্যন্ত কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নামেননি লিও মেসি।