কখন, কোথায় দেখতে পারবেন ব্রাজিল বনাম আর্জেন্টিনার যোগ্যতা অর্জনের ম্যাচ - জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় সময় বুধবার ভোরে ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নামবে দক্ষিণ আমেরিকার দুই সুপার হেভিওয়েট ব্রাজিল ও আর্জেন্টিনা। মাস খানেক আগে এই ম্যাচটি স্থগিত করা হয়েছিল, এবার ফের এই দুই দল একে অপরের মুখে পড়বে।
ইতিমধ্যেই ব্রাজিল ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে, তবে কোপা ফাইনালের বদলা নিতে মরিয়া থাকবে সেলেকাওরা। অন্যদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও দুরন্ত ফর্মে, আবার দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচে মুখিয়ে রয়েছে ফুটবল জগত।
এই পরিস্থিতিতে কোথায় কখন দেখানো হবে এই ম্যাচ, এই নিয়ে সকলেই বেশ সন্দিহান। দেখে নিন, কোন চ্যানেলে কটার সময় এই ম্যাচ দেখতে পারবে ভারতবর্ষের লোকেরা।
ভারতীয় সময় ১৭ নভেম্বর ভোর পাঁচটার সময় ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর এই ম্যাচটি হবে বুয়েনোস এইরেসের এস্তাদিও মনুমেন্টাল আন্তোনিও ভেসপুচিও লিবের্তিতে।
ভারতীয় দর্শকরা আর্জেন্টিনা ও ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবে সোনি টেন ও সোনি সিক্স চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিমিংয়ে সোনি লিভ অ্যাপে দেখানো হবে।