বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের জন্য দারুণ সুখবর! কী বললেন মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশ হয়ে উঠেছিল ছোটখাটো আর্জেন্টিনা। ফ্ল্যাগ-জার্সি-মুর্তিতে ভরে গেছিল বাংলাদেশের মাঠ-ঘাট-রাস্তা। তাদের এমন অসামান্য সমর্থন দেখে ধন্যবাদ জানিয়েছিলেন মেসির মা।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করায় আর্জেন্টিনার সমর্থকেরাও বাংলাদেশ ক্রিকেটের পাশে দাড়িয়েছে। সদ্য ভারত বনাম বাংলাদেশ একদিনের সিরিজে বাংলাদেশ জিতলে উৎসবে মেতে ওঠে আর্জেন্টিনার মানুষরা।
এবার বাংলাদেশের ফুটবল ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং আর্জেন্টিনা অধিনায়ক তথা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।
এক সাক্ষাৎকারে সাংবাদিক দাইও ওলে, মেসিকে জিজ্ঞেস করেন যে তিনি বাংলাদেশের সমর্থকদের সমর্থন দেখেছেন কিনা? এর উত্তরে লিও জানিয়েছেন, "হ্যাঁ আমি দেখেছি- গোটা বিশ্বে সব জায়গায় ১০ নম্বর লেখা মেসির আর্জেন্টিনার জামা, এটি খুবই সুন্দর একটি জিনিস।"
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যে মেসি সহ গোটা আর্জেন্টিনা দল বাংফ্লাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবেন। বছরের শেষ দিকে এই ম্যাচটি হতে পারে বলে শোনা যায়। যদিও এই বিষয় সরকারি কোনো ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল বোর্ড। তবে বাংলাদেশ ভক্তদের সম্পর্কে মেসি অবগত এই বিষয়টি সামনে আসার পর দিয়ে এই প্রীতি ম্যাচ হওয়া নিয়ে জল্পনা কয়েক গুণ বৃদ্ধি পেল, তা বলাই যায়।