পেরোসেভিচের নির্বাসন নিয়ে চুড়ান্ত অপেশাদারি বার্তা শ্রী সিমেন্টের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলের ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচের শাস্তি নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে যে চুড়ান্ত অপেশাদারি আচরণ করেছে এসসি ইস্টবেঙ্গল, এবার তার সাফাই দিতে গিয়ে উলটে বিষয়টি আরও জটিল করল শ্রী সিমেন্ট।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসসি ইস্টবেঙ্গল জানায়, তারা আগে থেকেই জানত আন্তোনিও পেরোসেভিচের পাঁচ ম্যাচের নির্বাসন ও এক লক্ষ টাকার জরিমানার শাস্তি বহাল থাকবে, এবং এই নিয়ে একাধিক রিপোর্টকে অসত্য বলে দাবি করেছে তারা। কিন্তু এই বিজ্ঞপ্তি নিয়ে একাধিক প্রশ্ন এসেই যায়।
প্রথমত, এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুনানির আগে কি করে জানল যে পেরোসেভিচের শাস্তি বহাল থাকবে? এবং তার জন্য যদি সৌরভ কৃপালের সভাপতিত্বে আপিল কমিটির শুনানি বৈঠকে উপস্থিত না থাকে, তবে তা কমিটির অপমান।
দ্বিতীয়ত, যদি এসসি ইস্টবেঙ্গল জানতই যে শাস্তি বজায় থাকবে, তাহলে কেন ৬০ হাজার টাকা দিয়ে আপিল করল এসসি ইস্টবেঙ্গল? ফলে এই যুক্তি শ্রী সিমেন্টের পক্ষে অত্যন্ত হাস্যকর ও অপেশাদারি, তা বলাই যায়।
এবং যদি বৈঠকে না থাকা নিয়ে খেলোয়াড়রা যেভাবে প্রতিবাদ করেছে, তা এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের খেলা পরিচালনার সদিচ্ছা নিয়ে বড় প্রশ্ন তোলে। এবং এই প্রেস বিজ্ঞপ্তি থেকে বোঝা যায়, পেশাদারি ফুটবলে এখনও শিক্ষানবিশ হয়ে রয়েছে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।