এল ক্লাসিকোয় গাভির সাথে অভদ্র আচরণ! বিতর্কে দানি সেবায়োস

এক্সট্রা টাইম অয়েব ডেস্কঃ সোমবার সুপার কোপা ডি এসপানা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে বার্সেলোনার কোচ হিসাবে প্রথম ট্রফি তোলেন জাভি। এল ক্লাসিকোতে পেড্রি-গাভির মতো তরুণ ফুটবলাররা মাঠে একপ্রকার আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয়।
তবে এল ক্লাসিকো মানেই টান-টান উত্তেজনা, এল ক্লাসিকো মানেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ম্যাচ। এই ম্যাচে যিনি নিজের দলকে জেতাবেন তিনি হয়ে যান গ্লোবাল স্টার। আর যিনি জড়িয়ে পরেন বিতর্কে তাঁকে নিয়ে সমালোচনায় মেতে ওঠে ফুটবল বিশ্ব।
এমনই এক বিতর্কে জড়িয়ে পরেন রিয়াল মাদ্রিদ ফুটবলার দানি সেবায়োস। ম্যাচের সেরা গাভিকে খেলার মাঝে চুল ধরে টান মেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
ফুটবল মহলে সমালোচনার ঝড় ওঠে যখন এমন ঘটনা ঘটিয়েও শাস্তির হাত দিয়ে বেঁচে যান দানি। ফুটবল টেকনোলজি ভিএআরও এই বিষয়টি এরিয়ে যায়। ফলে প্রশ্ন উঠতে শুরু করে ভিএআর এর কার্য্যকারিতা নিয়ে।
বার্সাকে ১৪ তম স্প্যানিশ সুপার কাপ জেতানো গাভির সাথে সেবায়োসের এমন আচরণ মোটেই ভালো চেওখে দেখেন নি ফুটবল বিশেষজ্ঞরা। তবে একথা বলাই যায় যে, এল ক্লাসিকো মেসি-রোনালদো-নেইমার-রামোস ইত্যাদি বেশকিছু তারকা-মহাতারকাদের হারালেও এলক্লাসিকোর উত্তেজনা ছিটে ফোটাও কমেনি।