সন্তোষ ট্রফির মূলপর্বে কঠিন লড়াইয়ের সামনে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এবারের সন্তোষ ট্রফিতে মূলপর্বে আরও কঠিন গ্রুপে বাংলা দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন চূড়ান্ত দুটি গ্রুপ ও ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। বাংলা গ্রুপ 'বি'-তে রয়েছে। যেই গ্রুপকে নিঃসন্দেহে ‘গ্রুপ অফ ডেথ’ বলা যেতেই পারে। কোয়ালিফাইং রাউন্ডে যতটা সহজ ছিল, মূলপর্বে ঠিক ততটাই কঠিন গ্রুপে বাংলা। এবার কঠিন পরীক্ষার সামনে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য থেকে নরহরি, রবি,সুরজিৎরা।
মূলপর্বে মোট ১২টি দল খেলবে। ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘বি’-তে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী দল সার্ভিসেস, রেলওয়ে, মেঘালয়। এছাড়াও রয়েছে দিল্লি ও গ্রুপ ২/৬ রানার্স আপ দল। এছাড়াও গ্রুপ "এ" তে রয়েছে কেরালা, গোয়া,মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা ও গ্রুপ ৫ এর উইনার দল। ২ টি গ্রুপ থেকে মোট ৪ দল উঠবে। সেই দলগুলি খেলবে সেমিফাইনাল।
এবার নতুন ফরম্যাট হচ্ছে সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফির মূলপর্বের খেলাগুলি হবে ওড়িশাতে। কোয়ালিফাইং রাউন্ডের থেকেও মূলপর্বের খেলাগুলি খুবই ভালো হবে। মূলপর্বের খেলা শেষ হলে, সেই মাসেই দুবাইতে দুটি সেমিফাইনাল, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে।
১১ ফেব্রুয়ারি – বাংলা বনাম দিল্লি
১৩ ফেব্রুয়ারি – বাংলা বনাম সার্ভিসেস
১৫ ফেব্রুয়ারি – বাংলা বনাম রানার্স আপ গ্রুপ ২/৫
১৮ ফেব্রুয়ারি – বাংলা বনাম রেলওয়ে
২০ ফেব্রুয়ারি – বাংলা বনাম মেঘালয়