আমরা এই বিশ্বকাপের Rocky, সেমিতে উঠে হুঙ্কার মরোক্কো কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সিনেমা প্রিয় মানুষদের নিশ্চয়ই মনে থাকবে রকির কথা। ১৯৭৬ সালে সিলভেস্টার স্ট্যালোনের অভিনয়ে যুগান্তকারী এক সিনেমা ছিল এই রকি। যেখানে আন্ডারডগ থেকে সেরার সেরা হয়ে ওঠার কাহিনী ছিল রকি বালবোয়া নামক এক বক্সারের।
এবার চলতি বিশ্বকাপে সেই রকিই হয়ে উঠছে আফ্রিকান দেশ মরোক্কো। রবিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ১-০ ফলে হারায় মরোক্কো। আর এর জেরে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিতে উঠল মরোক্কো।
এবং এই অসাধারণ যাত্রাকে রকির সাথে তুলনা করলেন মরোক্কোর হেড কোচ ওয়ালিদ রেগ্রাগুই। পর্তুগালকে হারিয়ে খুশিতে মরোক্কোর কোচ বলেছেন, "আমরা এখন সেই দল হয়ে উঠছি যাদের এই বিশ্বকাপে সবাই ভালোবাসে। কারণ আমরা প্রমাণ করছি যে খুব বেশি প্রতিভা কিংবা অর্থ না থাকলেও সফল হওয়া যায়।"
"আমরা আমাদের মানুষ ও আমাদের মহাদেশকে গর্বিত ও খুশি করেছি। আপনি যখন রকি দেখেন, তখন আপনি রকি বালবোয়াকে সমর্থন করতে চান। এবং আমার মনে হয় আমরা এই বিশ্বকাপের রকি। আমার মনে হয় গোটা বিশ্ব আমাদের পাশে রয়েছে।"
এদিকে এই ম্যাচ জিতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি রেগ্রাগুই। তিনি বলেছেন, "আমার মনে হয় এই প্রথম আমি ম্যাচ শেষ হওয়ার পর কেঁদেছি। আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যাতে আমার খেলোয়াড়দের দেখাতে পারি যে আমি মানসিকভাবে শক্তিশালী। কিন্তু কখনও কখনও এমনটা হয়ে ওঠে না এবং যখন আপনি বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছেন, তখন ভেতরকার আবেগ বেরিয়ে আসবেই। আমি ভুল বলব যদি আমি বলি যে আমরা আশা রেখেছিলাম সেমি ফাইনালে ওঠার।"
ইউসেফ এন-নেসেইরির গোলে পর্তুগালকে হারায় মরোক্কো। এবার সেমি ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবে মরোক্কো।