বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে কেমন অনুভূতিতে মাতলেন ব্রাজিলিয়ান তারকারা, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ব্রাজিলের হেড কোচ তিতে আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন। আর এই দলটি যা শক্তি, তাতে নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের হট ফেভারিট হিসেবে অবস্থান করবে ব্রাজিল দল।
জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি একরকম, কিন্তু বিশ্বকাপে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা কতটা আবেগঘন, তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু সেই অনুভূতির ছবি তুলে ধরলেন একাধিক ব্রাজিলিয়ান তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড অ্যান্টনি নিজের প্রথম বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে নিউক্যাসলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে দেখা গিয়েছে, নিজের সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে আনন্দ উদযাপন করেন পরিবারের সাথে।
এছাড়া টটেনহ্যামের উইঙ্গার রিচার্লিসন যখন দল ঘোষণা হয়, তখন আবেগপ্রবণ হয়ে পড়েন। এছাড়া সুপারস্টার নেইমারকেও দেখা যায় উদ্দীপ্ত আকারে।
বলা বাহুল্য, এবারের ব্রাজিল দলে সব থেকে আকর্ষণীয় নির্বাচন হল ৩৯ বছর বয়সী রাইট ব্যাক ড্যানি আলভেস। তিনি এক ভিডিও বার্তায় বলেন, "আমি এখানে কাউকে খুশি করতে আসিনি। আমি হতাশ করতে চাই না তাদের যারা আমাদের উপর ভরসা রাখেন।"