অধিনায়ক না হলেও তিনিই নেতা! টিম ইন্ডিয়ার উদ্দেশে আবেগঘন পেপ টক বিরাট কোহলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে নামবে টিম ইন্ডিয়া। আর সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় দল। তবে তার আগে আগামী ২৪ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রীতি ম্যাচে নামবে ভারত।
আর সেই কারণে নেটে ঘাম ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এই নিয়ে বিসিসিআই বেশ কিছু ছবি প্রকাশ করেছে। তবে লেস্টারশায়ার ফক্সেস একটি ভিডিও শেয়ার করেছে, যা দেখলে বিরাট কোহলির ভক্তরা বেশ খুশি হবেন।
সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, বিরাট কোহলি গোটা টিম ইন্ডিয়াকে একত্র করে আবেগঘন পেপ টক দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, "গেম মোড = অ্যাক্টিভেটেড!"
ইংল্যান্ডের বিরুদ্ধে আগের চার টেস্টে অধিনায়কত্ব করেছিলেন বিরাট, কিন্তু বর্তমানে তিনি আর জাতীয় দলের অধিনায়ক নন। তা সত্ত্বেও এই টিম ইন্ডিয়া দলে তিনিই যেন নেতা। এবং এই ভিডিও তার বড় প্রমাণ। রোহিত শর্মা অধিনায়ক হলেও বিরাট কোহলির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দল পরিচালনায়, তা বলাই যায়।