রোনাল্ডোর জাদু পেতে পায়ের ছোঁয়া নিলেন রড্রিগো, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সুইজারল্যান্ডকে ১-০ ফলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ ব্রাজিলীয় তারকা রড্রিগো, যিনি দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন।
আর ব্রাজিলের এই ম্যাচ দেখতে হাজির হন কিংবদন্তিরা। কাকা, কাফু, রবার্তো কার্লোস এবং রোনাল্ডো নাজারিও আসেন ব্রাজিলের জয় দেখতে। ম্যাচের পর রোনাল্ডোর সাথে ফিফার বিশেষ সাক্ষাৎকারে যোগ দেন রড্রিগো।
আর সেই সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সামনে পেয়ে হতচকিত হয়ে যান রড্রিগো। রোনাল্ডো নাজারিওর মত মহাতারকাকে সামনে পেয়ে রড্রিগো বলেছেন, "আপনার সাথে কথা বলতে পেরে আমি আপ্লুত। অসাধারণ মুহুর্ত এটি আমার জন্য। আমি প্রতিদিন শিখছি, আমি খুব খুশি। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে, খুব ভালো হচ্ছে আমার জন্য।"
কিন্তু এরপরই বিশেষ মুহুর্ত ঘটে। সাক্ষাৎকার শেষের পর রড্রিগো রোনাল্ডোর পা হাত দিয়ে ঘষে নিজের পায়ে ঘষে নেন। আর এমন কান্ড দেখে হাসতে থাকেন বড় রোনাল্ডো।
দেখুন ভিডিও -
কিন্তু কেন এমন করলেন রড্রিগো? যা বোঝা যাচ্ছে, রোনাল্ডো নাজারিওর পায়ের সেই অনবদ্য জাদুটি পেতে তিনি এমনটা করেছেন। ব্রাজিল তথা ফুটবল জগতের ইতিহাসের সর্বসেরা স্ট্রাইকারদের তালিকায় উপরের দিকে নাম থাকবে রোনাল্ডো নাজারিওর। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা ছিল রোনাল্ডোর।
এবার সেই রোনাল্ডোর পায়ের ছোঁয়া নিয়ে নিজের পায়ে সঞ্চালিত করলেন রড্রিগো। এখন এটি দেখার, কুড়ি বছর পর ব্রাজিলকে বিশ্বজয়ী করতে কি রোনাল্ডো নাজারিও হয়ে উঠবেন রড্রিগো?