নায়কের সম্মান পেয়ে দেশে ফিরলেন মরক্কোর ফুটবলাররা, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করেছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার কীর্তি অর্জন করেছিল মরক্কো, যেখানে দুরন্ত লড়াই করেও ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল। এবং শেষে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে চতুর্থ স্থান অধিকার করে মরক্কো।
এবার দেশে ফিরে নায়কের সম্মান পেলেন মরক্কোর ফুটবলাররা। উত্তর আফ্রিকার এই দেশে সমর্থকরা প্রতিটা রাস্তা, প্রতিটা গলি ভরিয়ে দিয়েছিলেন। রাবাটের প্রতিটা জায়গায় আতসবাজি জ্বলেজে, পতাকা উড়ছিল, দেশবাসীরা ঢাক-ঢোল বাজাচ্ছিলেন।
এরই মাঝে খেলোয়াড়রা স্যুট ও টাই পরে বিমানবন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে খোলা বাসে পুলিশ এসকোর্টের মধ্য দিয়ে যায়। কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের সাথে খেলোয়াড়রা দেশবাসীর উদ্দেশ্যে চুম্বন উড়িয়ে দেন, এবং ভক্তদের জনসমুদ্রের সাথে সেলফি তোলেন।
দেখুন ভিডিও -
চলতি বিশ্বকাপে মরক্কোর যাত্রা অবিষ্মরণীয় ছিল। ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে গ্রুপ পর্বে হারিয়েছিল তারা। এরপর শেষ ষোলোয় ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং কোয়ার্টার ফাইনালে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালকে হারায় মরক্কো।
কিন্তু সেমি ফাইনালে দুর্দান্ত লড়াই করেও ফ্রান্সের বিরুদ্ধে ০-২ ফলে হারতে হয় মরক্কোকে। এরপর তৃতীয় স্থানাধিকারী ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-২ ফলে পরাজিত হয় তারা।