নিজের ইউরোপা লিগের পদক দর্শকের হাতে দিয়ে দিলেন মোরিনহো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোপিয়ান ট্রফির ফাইনালে এতদিন অপরাজেয় ছিলেন জোসে মোরিনহো, কিন্তু সেই দৌড়কে থামিয়ে দিল স্প্যানিশ ক্লাব সেভিয়া।
আরও পড়ুন - সৌদিতে মেসি আসলে ক্রিশ্চিয়ানোর দেখানো পথ পূরণ হবে
মঙ্গলবার উয়েফা ইউরোপা লিগের ফাইনালে মোরিনহোর রোমাকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেভিয়া। কিন্তু এই হারে একেবারেই খুশি নন মোরিনহো।
ম্যাচের পর এক সাক্ষাৎকারে মোরিনহো বলেছেন, "আমার রুপোর পদক চাই না। আমি রুপোর পদক রাখি না, তাই আমি ওটা দিয়ে দিয়েছি।"
এদিকে ম্যাচের পর রেফারি অ্যান্থনি টেলরের উদ্দেশ্যে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন মোরিনহো। এক সাক্ষাৎকারে রোমার হেড কোচ বলেছেন, "এটি খুবই চাপের, গা-জোয়ারি, উত্তেজক একটি খেলা ছিল, আর সেখানে এমন এক রেফারি ছিলেন যিনি হয়ত স্প্যানিশ ছিলেন। সব সময় হলুদ কার্ড দেখিয়েই চলেছেন।"
"আমাদের ম্যাচে রেফারির প্রভাব পেয়ে আমরা অভ্যস্ত। নতুন কিছু নয়, তবে ইউরোপিয়ান ফাইনালে এমনটা আশা করিনি।"