ভারতীয় হকির গোলকিপার শ্রীজেশকে দেখে এমনটা করলেন ভারতের আর এক 'দেওয়াল' গুরপ্রীত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার টোকিও অলিম্পিকে হকিতে রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে ভারতীয় পুরুষ দল। এবং এই সাফল্যের অন্যতম বড় কান্ডারি হলেন গোলকিপার শ্রীজেশ। কেরালার এই হকি খেলোয়াড় কার্যত দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের হয়ে।
আর ব্রোঞ্জ জেতার পর আনন্দে শ্রীজেশ গোলপোস্টের উপরেই বসে পড়েছিলেন। যা মারাত্মক ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিটিই যেন ভারতীয় হকির ৪১ বছরের খরা মেটানোর প্রতিবিম্ব। এবার এক দেওয়ালের প্রশংসায় মাতলেন আর এক দেওয়াল গুরপ্রীত সিং সান্ধু।
ভারতীয় ফুটবল দলের গোলকিপার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছাড়েন, যেখানে তিনি শ্রীজেশের মতই গোলপোস্টের উপর বসে রয়েছেন। এবং হকি দলের জয়কে অনুপ্রেরণা হিসেবে ধরেছেন গুরপ্রীত। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "হকি দলের পদক জয়ের শক্তি নিয়ে অনুশীলনে নেমেছিলাম। এবং এই একটি উপায়ই তাদের স্বীকৃতি জানানো যায়। আজ শ্রীজেশের অসাধারণত্ব দেখেছি।"