"আমাদের বিয়ার চাই!" - ম্যাচ চলাকালীন মদ্যপানের চাহিদায় স্লোগান ইকুয়েডর সমর্থকদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার দোহার আল বায়েত স্টেডিয়ামে শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপ ২০২২৷ আর প্রথম ম্যাচে আয়োজক কাতারকে ২-০ ফলে হারাল ইকুয়েডর। তবে প্রথম ম্যাচ থেকে বিদেশী দর্শকরা নিজেদের একাধিক অসন্তোষের কথা সামনে আনল, যার মধ্যে হল মদ্যপান।
রবিবার আল বায়েত স্টেডিয়ামে উপস্থিত থাকা ইকুয়েডর সমর্থকরা ম্যাচের প্রথমার্ধে স্লোগান দিতে থাকেন, "কুয়েরেমোস কেরভেজা, কুয়েরেমোস কেরভেজা।" যার অর্থ হল, "আমাদের বিয়ার চাই।"
একেবারে শেষ মুহুর্তে আয়োজকরা সিদ্ধান্ত নেন, বিশ্বকাপ চলাকালীন মাঠে ও ফ্যান জোনে কোনও বিয়ার প্রদান করা হবে না। ইসলামীয় দেশ কাতার তাদের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে। কেবল মাদকহীন বিয়ার বিক্রি করা হবে।
বলা বাহুল্য, ফিফার অন্যতম বড় স্পনসর জনপ্রিয় বিয়ার বিপণনী সংস্থা বাডওয়াইসার। আর ইকুয়েডর সমর্থকদের এই আর্জি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়োজকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে এই সংস্থার ব্রাজিলীয় শাখা। তারা লিখেছে, "মানুষের কথা হল ঈশ্বরের কথা। যারা স্টেডিয়ামে ছিলেন না তাদের জন্য দেওয়া রইল।"
ফলে প্রথম দিন থেকেই বিদেশী পর্যটক ও সমর্থকদের বিরক্তি ও অসন্তোষ প্রকাশ শুরু হয়ে গেল, তা বলাই যায়।