সেতু থেকে ঝাঁপ দিয়ে মেসিদের খোলা বাসে যাওয়ার চেষ্টা আর্জেন্টাইন ভক্তদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোর ফলে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর ৩৬ বছর পর বিশ্বজয়ের খরা মেটায় উৎসব শুরু হয় আর্জেন্টিনায়। সোমবার বুয়েনর্স এইরেসে আর্জেন্টিনা দল যখন আসে, তখন সমস্ত রাস্তা ভরিয়ে দেন দেশবাসীরা।
এবং ফুটবলের প্রতি আর্জেন্টিনীয়দের পাগলামোর কথা কারোরই অজানা নয়। সেই পাগলামোর বেশ কিছু ছবি ধরা পড়েছে বিশ্বজয়ের এই সেলিব্রেশনে।
জনসমুদ্রের মাঝে চার ঘন্টার বেশি সময় ধরে হুডখোলা বাসে সেলিব্রেশন করছিলেন মেসিরা। এমন সময়ে সেতু থেকে দুইজন মানুষ মেসিদের বাসের উদ্দেশ্যে ঝাঁপ দেন। সৌভাগ্যবশত, এক ভক্ত রেলিংয়ে ঝুলে থাকার পর বাসে নামতে পেরেছিলেন।
তবে আর এক ভক্ত নিজের ঝাঁপটা সময়মত দিতে পারেননি। একেবারে মাটিতে মাথার উপর পড়েন তিনি। তবে সেখানে তার মৃত্যু হয়েছে কিনা জানা যায়নি। কিন্তু এই ঘটনার পর মেসিদের বাসযাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীরা।
দেখুন ভিডিও -
এরপর খেলোয়াড়দের একটি নিরাপদ অঞ্চলে নিয়ে যাওয়া হয় এবং দুটি আর্জেন্টাইন নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে পুরো দলকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেলিব্রেশনের এমন পরিবর্তনের জন্য ক্ষমাও চেয়েছেন সভাপতি ক্লদিও তাপিয়া।
এছাড়া বুয়েনোর্স এইরেসের ঐতিহ্যশালী ওবেলিস্কে চূড়ায় উঠে পড়েন বেশ কিছু মানুষ। আর তাদের উদ্ধার করতে হাজির হতে হয়েছে দমকল বাহিনীকে। ফলে পরিস্থিতি ও নিরাপত্তা একেবারে হাতের বাইরে চলে যাওয়ার কারণে পরিকল্পনার পরিবর্তন করতে হয়েছে।