ভিডিও : হারের পর মেসি-মেসি বন্দনায় মাঠ ছাড়লেন রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সৌদি সুপার কাপের সেমি ফাইনালে আল ইত্তিহাদের বিরুদ্ধে ৩-১ ফলে হারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। আর এর জেরে কাপ থেকে বিদায় নেয় আল নাসের।
এই ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিপুল অর্থে সাড়া জাগিয়ে মধ্যপ্রাচ্যে এলেও, আল নাসেরের হয়ে দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের মুখ দেখলেন রোনাল্ডো।
এই পরাজয়ের পর প্রতিপক্ষের সুপারস্টারকে কটাক্ষ করতে ভোলেননি ইত্তিহাদের সমর্থকরা। মাঠ থেকে যখন রোনাল্ডো তার সতীর্থদের সাথে বেরোচ্ছিলেন, তখন ইত্তিহাদের সমর্থকরা 'মেসি মেসি' বন্দনায় গলা মেলান। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আগামী শুক্রবার সৌদি প্রো লিগে আল ফাতেহের বিরুদ্ধে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং সৌদিতে প্রতিযোগিতামূলক ম্যাচে নিজের গোলের খাতা খুলতে মরিয়া থাকবেন পর্তুগিজ মহাতারকা।