ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল ওয়েলসের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ 'বি' তে রয়েছে গ্যারেথ বেল, অ্যারন রামসের ওয়েলস দেশ। এই গ্রুপে তারা মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড, আমেরিকা এবং ইরানের। কঠিন গ্রুপ হলেও অনেক ফুটবল বিশেষজ্ঞই মনে করছেন যে ওয়েলস নক আউট রাউন্ডে যেতে পারে।
ওয়েলস এর প্রধান প্রশিক্ষক রব পেজ বিশ্বকাপের জন্য প্রধান ২৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন। দেখে নিন কোন কোন ফুটবলার ওয়েলস এর জার্সিতে এবার সকলের নজর কাড়তে পারে।
গোলকিপার- ওয়েন হেন্নেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস
ডিফেন্ডার- বেন ডেভিস, বেন কাবানগো, টম লকিয়ের, জই রডন, ক্রিশ মেফাম, ইথান আম্পাডু, ক্রিস গান্টার, নেকো উইলিয়ামস, কন্নর রবার্টস
মিডফিল্ডার- সর্বা থমাস, জোই অ্যালেন, ম্যাথিউ স্মিথ, ডিলান লেভিট্ট, হ্যারি উইলসন, জই মোররেল, জনি উইলিয়ামস, অ্যারন রামসে, রুবিন কলউইল
ফরোয়ার্ড- গ্যারেথ বেল, কিয়েফের মুরে, মার্ক হ্যারিস, ব্রেন্নান জনসন, ড্যান জেমস