টুইটারে বড়সড় ঘোষণা কোহলির, টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন তিনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক ভারতীয় ক্রিকেট মহলকে চমকে দিয়ে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর কথা নিজের টুইটার হ্যান্ডেলে জানালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
মহেন্দ্র সিং ধোনির পর ২০১৪ থেকে তিনি অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দুঃখজনক হারের জেরে তার এই সিদ্ধান্ত।
তিনি বেশ আবেগাপ্লুতভাবে লিখেছেন "এই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে ৭ বছরের কঠিন পরিশ্রম প্রতিদিন চলেছিল। আমি নিজের এই কাজ সম্পূর্ন সততার সহিত করেছি, তাতে কোনও ফাঁক ছিল না। কিন্তু সবকিছুই একটা সময়ের পর থেমে যায়, আমার ক্ষেত্রে সেটা ভারতীয় দলের ক্যাপ্টেন্সি।"
তিনি বিসিসিআই এবং নিজের টিমের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন যে তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ থাকবেন তাঁকে ভরসা করে এতবছর ধরে এই গুরুদায়িত্ব দায়িত্ব দেওয়ার জন্য।
এর সাথে তিনি নিজের পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনি সম্মন্ধে বলেন," আমি এম. এস. ধোনি কে ধন্যবাদ জানাতে চাই এই দায়িত্ব দেওয়ার জন্য , এবং ভরসা করার জন্য"।
স্বভাবতভাবেই তার এই সিদ্ধান্তে শোকাহত গোটা ভারতীয় ক্রিকেটমহল ও তার সমর্থককুল।