রিয়াল মাদ্রিদ পেল তাদের নতুন নম্বর '৭'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতে ৯ বছর দাপিয়ে খেলে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আগে এই জার্সির মান বাড়িয়েছেন স্প্যানিশ মহাতারকা রাউল। রিয়ালের ৭ নম্বর জার্সিতে এরপর আর কেউ সেভাবে নিজেদের তুলে ধরতে পারেননি। তবে অবশেষে হয়তো রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী নম্বর '৭' পেয়ে গেল।
আরও পড়ুন- আমরা সবাই ভিনি! বর্ণবিদ্বেষীদের মাঠেই জবাব রিয়াল মাদ্রিদের
খবর অনুযায়ী, ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র তাঁর ২০ নম্বর জার্সি বদল করে আগামী মরশুমে ৭ নম্বর জার্সি পরতে চলেছে।
তবে শুধু ভিনি নয়, ব্রাজিলের আরেক তারকা উইঙ্গার রড্রিগোও আগামী মরশুমে নতুন জার্সি নম্বরে খেলবেন। রড্রিগো পরবেন ১১ নম্বর জার্সি।