রোনাল্ডোই আদর্শ! ভিনিসিয়াসের দেওয়ালে বিরাজমান সিআর সেভেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আধুনিক ফুটবলের সেরাদের মধ্যে এই দুজনের নাম উপরের দিকেই থাকবে। এবং এনাদের আদর্শ হিসেবে মানেন আজকের দিনের তরুণ সুপারস্টার ফুটবলাররা।
তবে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র কাকে আদর্শ হিসেবে মানেন? এক্ষেত্রে নামটা আসছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ভিনিসিয়াসের আদর্শদের মধ্যে একজন হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সম্প্রতি ব্রাজিলিয়ান এই তরুণ উইঙ্গারের জিমের দেওয়ালের ছবি ভাইরাল হয়েছে। সেখানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি। তবে শুধু রোনাল্ডো নয়, ক্রীড়াজগতের একাধিক তারকাদের ছবি রয়েছে।
বাস্কেটবল তারকা লেব্রন জেমস, কোবি ব্রায়ান্ট ও মাইকেল জর্ডান, ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও রোনাল্ডো নাজারিও।
তবে রোনাল্ডো ভিনির প্রিয় খেলোয়াড় হলেও রিয়াল মাদ্রিদে তার সাথে খেলার সুযোগ হয়নি ভিনির। যে বছর ভিনি সই করেন রিয়াল মাদ্রিদে, সেই বছর ক্লাব ছাড়েন ক্রিশ্চিয়ানো।