ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী আক্রমণ! বড় শাস্তির মুখে ভ্যালেন্সিয়া ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার লা লিগার ম্যাচে মেসটালা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে ম্যাচটি ভ্যালেন্সিয়া জিতলেও ভ্যালেন্সিয়ার সমর্থকদের অভদ্র আচরণ কালিমালিপ্ত করেছে ফুটবল জগৎকে। রিয়াল মাদ্রিদের ২২ বছর বয়সী তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয় এই ম্যাচে। এরপর ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনি।
এরপর বিশ্ব ফুটবল পাশে দাড়ায় ভিনিসিয়াসের। ফিফা সভাপতি থেকে ইংলিশ ফুটবল ফেডারেশন সকলেই বর্ণবিদ্বেষীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
আরও পড়ুন- প্রতিদ্বন্দ্বী হলেও শত্রু নয়! ভিনিসিয়াসের সমর্থনে বিশেষ বার্তা দিলেন রাফিনহা
অবশেষে এই লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
খবর অনুযায়ী, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে ভ্যালেন্সিয়ার মেসটালা স্টেডিয়ামের মারিও কেম্পেস স্ট্যান্ডটি ৫ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পাশাপাশি ভ্যালেন্সিয়া ক্লাবকে ৪৫,০০০ ইউরো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে ভ্যালেন্সিয়া ক্লাবের তরফে জানানো হয়েছে, যেসমস্ত সমর্থক ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষ কটুক্তি করেছে তাদের শনাক্ত করে মেসটালা স্টেডিয়াম থেকে আজীবন নির্বাসন করা হবে।
এর পাশাপাশি ভিনিসিয়াসের উপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেয় স্প্যানিশ ফেডারেশন। বুধবার রায়ো ভায়কানোর বিরুদ্ধে খেলতে পারবেন ব্রাজিলিয়ান এই তারকা।