ইউরোপা লিগ জিতল ভিল্লারিয়াল, পেনাল্টি ভাগ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের খলনায়ক ডে গিয়া

ভিল্লারিয়াল - ১ (জেরার্ড মোরেনো)
ম্যানচেস্টার ইউনাইটেড - ১ (এডিনসন কাভানি)
পেনাল্টি শুট আউটে ১১-১০ ব্যবধানে জয়ী ভিল্লারিয়াল
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত দুই মরশুম ধরে যে দুটি জিনিস এতদিন ম্যানচেস্টার ইউনাইটেডের আওতায় যেত, সেই দুই জিনিসই বুধবার ইউরোপা লিগ ফাইনালে তাদের বিরুদ্ধে গেল। পেনাল্টিতে বরাবরই ইউনাইটেড ভালো, আর সেই পেনাল্টিতেই মাত খেল তারা। আর গোলকিপার দাভিদ ডে গিয়া ত্রাতার ভূমিকা নেন, সেই ডে গিয়ায় বনে গেলেন খলনায়ক।
পোল্যান্ডের গ্রান্ডস্কে ইউরোপা লিগ ফাইনালে ভিল্লারিয়েলের বিরুদ্ধে বেশ হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছিল ইউনাইটেডের। ২৯ মিনিটে স্প্যানিশ দলকে এগিয়ে দেন জেরার্ড মোরেনো। তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফিরিয়ে আনেন এডিনসন কাভানি। আর এরপর অতিরিক্ত ৩০ মিনিট অতিক্রান্ত হলেও দুই দলই সুযোগ নষ্টের বহরে নেমেছিল। ইউনাইটেড তাদের অধিনায়ক হ্যারি ম্যাগুইয়রকে ছাড়া খেললেও ডিফেন্সে বেশ আটোসাটোই ছিল তারা।
আর এরপর আসে সেই মহাকাব্যিক পেনাল্টি শুট আউট। পাঁচটি করে পেনাল্টির পর আসে সাডেন ডেথ। আর সেই পেনাল্টি হতে হতে চলে যায় গোলকিপারদের কাছে। ভিল্লারিয়েলের গোলকিপার জেরোনিমো রুল্লি গোল করলে এবার পালা ছিল দে গিয়ার। কিন্তু তার শট সেভ করে দেন রুল্লি। আর এর জেরে প্রথমবার কোনও ইউরোপীয় খেতাব জিতল ভিল্লারিয়াল।
আর এর জেরে চতুর্থবার ইউরোপা কাপ জিতলেন ভিল্লারিয়াল কোচ উনাই এমেরি। আর ২০১৮ সালে ইউরোপা লিগ জয়ের পর এবার তা হল না ম্যানচেস্টার ইউনাইটেডের। আপাতত এবার ইউনাইটেড ও ভিল্লারিয়ালের লক্ষ্য আগামী মরশুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান।