আবারও মেসিকে চরম সমালোচনায় ভরাল পিএসজির সমর্থকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলার মত। লিওনেল মেসিকে পেলে যেখানে অন্যান্য ক্লাবের সমর্থকরা মাথায় তুলে রাখত, সেখানে প্যারিস সেইন্ট জার্মেইনের সমর্থকরা মেসিকে সমালোচনায় ভরিয়ে দিচ্ছে।
রবিবার ঘরের মাঠে আবারও তীব্র ভর্তসনার সম্মুখীন হলেন লিও। কারণ আবারও ঘরের মাঠে পরাজিত হয়েছে পিএসজি। রবিবার পার্ক ডে প্রান্সে লিয়ঁর কাছে ০-১ ফলে হেরেছে পিএসজি। লিয়ঁর হয়ে গোল করেন সুপার সাব ব্র্যাডলি বার্কোলা।
তবে ম্যাচ শুরুর আগে থেকেই বিতর্ক চলে। লাইনআপ ঘোষণার সময়ে যখন মেসির নাম আসে, তখন স্টেডিয়ামের এক অংশের দর্শকরা 'বু' করতে শুরু করে। তবে অপর অংশের দর্শকরা 'মেসি' বলে ডাকে।
চলতি মরশুমের শেষে চুক্তি শেষ হতে চলেছে লিওনেল মেসির। তবে এখনও অবধি পিএসজির সাথে চুক্তিবৃদ্ধি করেননি লিও, যা সম্ভাবনা, তিনি ক্লাব ছাড়তে পারেন। এই কারণেই সম্ভবত মেসির প্রতি ক্ষুব্ধ পিএসজির সমর্থকদের একাংশ।