এফসি বার্সিলোনায় ফিরছেন সমর্থকদের এক সময়ের ভরসা ভিক্টর ভালদেস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বার্সিলোনার সমর্থকদের কাছে সর্বদাই স্মরণীয় হয়ে থাকবেন স্প্যানিশ গোলকিপার ভিক্টর ভালদেস। লা মাসিয়ার ছাত্র ভালদেস বার্সিলোনার সোনালী সময়য়ের এক বড় অঙ্গ ছিলেন। ২০০৯ এর ট্রেবল জয়ের অন্যতম কান্ডারি ছিলেন ভিক্টর ভালদেস। বার্সার হয়ে ৩৮৭টি ম্যাচ খেলা ভালদেস আবারও ফিরছেন কাতালান ক্লাবের হয়ে।
ক্লাবে নির্বাচনের সময় জোয়ান লাপোর্তার সাথে জড়িত ছিলেন ভালদেস। এবং সেই সময় কার্যত পরিস্কার ছিল, লাপোর্তা প্রেসিডেন্ট হিসেবে এলে ভালদেস কোনও না কোনও পদে আসবেনই। এবার বার্সিলোনার মেথোডলজি বিভাগের সাথে যুক্ত হবেন ভালদেস, যেখানে বার্সার যুব দলের গোলকিপারদের সাথে অনুশীলন করবেন।
তবে বার্সার দায়িত্ব পাওয়া নতুন কিছু নয় ভালদেসের জন্য। ২০১৯ সালে যুব দলের কোচ হিসেবে যুক্ত থাকলেও কয়েক মাস পড়ে তর্কবিতর্কের জেরে সে সময়ের টিম ডিরেক্টর প্যাট্রিক ক্লাইভার্ট ভালদেসকে বরখাস্ত করে দিয়েছিলেন। আর এবার দ্বিতীয় দফার জন্য বার্সিলোনায় ফিরে আসছেন ভালদেস।