কেউ একা কিছু করতে পারে না - মেসি নয়, গোটা আর্জেন্টিনা দলকে নিয়ে ভাবছেন ভ্যান ডাইক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। একদিকে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ সমৃদ্ধ আর্জেন্টাইন আক্রমণ, আর তাদের রুখতে বড় ভূমিকা নেবেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক।
এই মুহুর্তে ফুটবল জগতের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত হন ভ্যান ডাইক, এবং নেদারল্যান্ডসকে জিততে গেলে ভ্যান ডাইককে বড় ভূমিকা নিতে হবে। তবে মেসিকে সমীহ করলেও ভ্যান ডাইক মনে করেন, গোটা আর্জেন্টিনা দলটিই অত্যন্ত শক্তিশালী।
এই নিয়ে ভ্যান ডাইক বলেছেন, "ওরা খুব শক্তিশালী দল, যেখানে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রয়েছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুত ওদের বিরুদ্ধে খেলার জন্য। তবে আমরা মেসির বিরুদ্ধে খেলছি না, গোটা দলকে নিয়ে চিন্তায়।"
"আমরা কথা বলছি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের। উনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে গত ১৫ বছর ধরে শীর্ষ পর্যায়ে রয়েছেন এবং সেটি তার প্রতি সম্মান নিয়ে আসে। আমরা কেবল ওনার কৃতিত্বগুলির সম্মান করতে পারি।"
কিন্তু ভ্যান ডাইক এরপর বলেন, "মেসির বিরুদ্ধে খেলাটা সম্মানের। তবে শুধু আমি খেলব না ওনার বিরুদ্ধে, কিংবা গোটা নেদারল্যান্ডস ওনার বিরুদ্ধে খেলবে না, নেদারল্যান্ডস খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। কেউ একা কিছু করতে পারে না, আমাদের সকলকে ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে।"