ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল উরুগুয়ের ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার উরুগুয়ের নতুন হেড কোচ দিয়েগো আলোন্সো আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। এবং নিজেদের ১৪তম বিশ্বকাপ খেলতে নামার আগে, উরুগুয়ের এই দলকে যথেষ্ট শক্তিশালী হিসেবে মনে করা হচ্ছে।
অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো মিশেল রয়েছে এই দলে। একদিকে রয়েছেন অভিজ্ঞ লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও দিয়েগো গোদিন, অন্যদিকে রয়েছেন তরুণ সেনসেশন ফেডেরিকো ভালভার্দে, ডারউইন নুনেজ, রাফায়েল আরাউজোর মত ফুটবলাররা।
তবে যে দুটি উল্লেখযোগ্য নাম বাদ পড়েছে এই দলে, সেগুলি হল ন্যাসিওনালের ফেলিপে কারবালো এবং এস্পানিয়লের অধিনায়ক লিয়ান্দ্রো কাব্রেরা।
গোলকিপার - ফেরনান্দো মুসলেরা, সের্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা।
ডিফেন্ডার - রোনাল্ড আরাউজো, মার্টিন ক্যাসেরেস, সেবাস্টিয়ান কোয়াটেস, জোসে মারিয়া গিমেনেজ, ডিয়েগো গোদিন, মাথিয়াস ওলিভিয়েরা, মাটিয়াস ভিনা।
মিডফিল্ডার - রড্রিগো বেন্টাঙ্কুর, নিকোলাস ডে লা ক্রুজ, ফাকুন্ডো পেলিস্ট্রি, লুকাস টোরেইরা, ম্যানুয়েল উগার্তে, ফেডেরিকো ভালভার্দে, মাটিয়াস ভেসিনো।
ফরোয়ার্ড - অগাস্টিন ক্যানোবিও, এডিনসন কাভানি, জর্জিয়ান ডে আরাস্কায়েটা, ম্যাক্সি গোমেজ, ডারউইন নুনেজ, লুইস সুয়ারেজ, ফাকুন্ডো টোরেস।