এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন উরাওয়া রেড ডায়মন্ডস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সৌদি আরবের ডিফেন্ডিং এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন আল হিলালকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন জাপানের ফুটবল ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস।
ফাইনালের প্রথম লেগে আল হিলালের ঘরের মাঠে ১-১ ফলাফলের পর শনিবার জাপানের টোকিওতে সাইতামা স্টেডিয়ামে ১-০ গোলে জেতে উরাওয়া। ৫৫ হাজার সমর্থকদের সামনে আত্মঘাতী গোলে ম্যাচ জয় করে উরাওয়া।
এটি উরাওয়া রেড ডায়মন্ডসের তৃতীয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। অন্যদিকে সৌদির আল হিলাল তাদের পঞ্চম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে এসেও ব্যর্থ হয়।