লাল কার্ড ও অন্তিম মিনিটের গোলের নাটকে সুইডেনের সমাপতন নিশ্চিত করল ইউক্রেন

সুইডেন - ১ (এমিল ফোর্সবার্গ)
ইউক্রেন - ২ (ওলেকসান্দার জিনচেঙ্কো, আরতেম ডোভবিক)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ এর শেষ ১৬ এর অন্তিম ম্যাচেও নাটক অব্যাহত রইল। টুর্নামেন্টের দুই আন্ডারডগের লড়াই কোনও বড় লড়াইয়ের থেকে কম উত্তেজনাপূর্ণ ছিল না। কিন্তু তথাকথিত বড় দল সুইডেনকে হারিয়ে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল ইউক্রেন।
২৭ মিনিটে দুরন্ত হাফ ভলিতে গোল করে ইউক্রেনকে এগিয়ে দেন ম্যান সিটির ডিফেন্ডার ওলেকসান্দার জিনচেঙ্কো। কিন্তু ৪৩ মিনিটে এমিল ফোর্সবার্গের দুরন্ত শট ডিফেন্ডারদের গায়ে লেগে ঢুকে যায়।
এদিকে দ্বিতীয়ার্ধে বারভাগ্য একেবারেই সঙ্গ দেয়নি দুই দলকেই। টুর্নামেন্টে চার গোল করা এমিল ফোর্সবার্গ দুইবার বারে মারেন, এদিকে ইউক্রেনের সেরহি সিডোরচুকও পোস্টে মেরে বসেন। আর এর জেরে দ্বিতীয়ার্ধের উত্তেজনাপূর্ণ খেলায় গোল না আসায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
কিন্তু এক্সট্রা টাইমের প্রথমার্ধেই বড় ধাক্কা পায় সুইডেন। আরতেম বেসেডিনের উপর কড়া ফাউল করেন মার্কাস ড্যানিয়েলসন, যা ভিএআরের জেরে রেফারি লাল কার্ড দেখান। আর এর ফলে ১০ জনে খেলতে হয় সুইডেনকে। এদিকে গোল আর আসে না, ক্রমশই খেলা পেনাল্টি শুট আউটের দিকে গড়াচ্ছে। এমন সময়ে ম্যাচের শেষ মিনিটে জিনচেঙ্কোর দুরন্ত ক্রসে আরতেম ডোভবিক হেড করে ইউক্রেনকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন।
আর এই দুরন্ত জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইউক্রেন। আগামী শনিবার রোমের অলিম্পিয়াকো স্টেডিয়ামে তারা লড়বে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে, যারা শেষ ষোলোয় হারিয়েছে জার্মানিকে।